রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামের ঘোষিত এই প্যানেলকে ‘ইনক্লুসিভ’ হিসেবে দাবি করেছেন সংগঠনটির নেতারা।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন।
এতে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা। সহ-সাধারণ সম্পাদক পদে লড়বেন স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চারের সভাপতি এস এম সালমান সাব্বির।
এ ছাড়া প্যানেলে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হামিদুল্লাহ নাঈম, সহক্রীড়া সম্পাদক আবু সাইয়্যেদ সামী, সাংস্কৃতিক সম্পাদক পদে জায়িদ হাসান, সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা সম্পাদক পদে সাইয়্যেদা হাফসা, সহমহিলা সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক পদে নাজমুস সাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম, সহমিডিয়া সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে হাচান হাওলাদার এবং সহবিজ্ঞান সম্পাদক মুজাহিদুল ইসলাম সায়েম।
তিনি বলেন, ‘আসন্ন রাকসু নির্বাচনে ছাত্রশিবির ক্যাম্পাসের সকল অংশীজনকে নিয়ে একটি ইনক্লুসিভ প্যানেল সাজিয়েছে। আমরা প্যানেলে বিগত জুলাই অভ্যুত্থানে আহত, জুলাইয়ের সামনের সারির যোদ্ধা এবং বিভিন্ন মত ও বিশ্বাসের শিক্ষার্থীদের মিলন ঘটিয়েছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, ‘আমি স্বতন্ত্রভাবে জিএস পদে নির্বাচন করার আকাঙ্ক্ষা করছিলাম। পরবর্তীতে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ইনক্লুসিভ প্যানেল করার উদ্যোগ গ্রহণ করা হয়। পারস্পরিক আলোচনার মাধ্যমে আমি ছাত্রশিবিরের প্যানেলে নির্বাচন করার সম্মতি জ্ঞাপন করি।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের ১৫ বছরে দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ পেরিয়ে এসে ইসলামী ছাত্রশিবির চব্বিশের আন্দোলনে ভূমিকা রেখেছে। এরপর গত এক বছরে তারা ক্যাম্পাসে ছাত্রবান্ধব রাজনীতি করার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে আমি এই প্যানেলে যুক্ত হয়েছি।’