ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ (উমামা-সাদী-জাহেদ) প্যানেলের প্রার্থী অনিদ হাসান। একই সঙ্গে তিনি ওই পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবু হায়াত মো. জুলফিকার জেসানকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোটগ্রহণ শুরুর কিছু আগে, সকাল ৭টা ৪২ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনিদ এই ঘোষণা দেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং একটি মুক্ত, অবাধ ও প্রগতিশীল সাংস্কৃতিক ক্যাম্পাস নির্মাণের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া।’
নিজের বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমি অনিদ হাসান, ডাকসু নির্বাচন ২০২৫-এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থিতা, আবু হায়াত মো. জুলফিকার ভাইকে সমর্থন দিয়ে প্রত্যাহার করছি। সেই সঙ্গে আমার বড় ভাই আবু হায়াত মো. জুলফিকার জেসানকে পূর্ণ সমর্থন দিচ্ছি।’
এই ঘোষণার মধ্য দিয়ে স্বতন্ত্র প্যানেলের পক্ষ থেকে জেসানকে সরাসরি সমর্থনের বার্তা আসল, যা নির্বাচনের গতিপথে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।