ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

চাকসু নির্বাচন নিয়ে শিবিরের যত অভিযোগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ১২:৪৫ পিএম
ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি। ছবি - সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোটদানের আগে ভোটারদের স্বাক্ষর না নেওয়া এবং বহিরাগত প্রবেশের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন বলেন, আমাদের কাছে দুটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, যা গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ হওয়া উচিত।

রনি বলেন, ‘ভোটাররা ভোট দেয়ার আগে একটি ওএমআর শিট পান এবং তার আগে তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়। কিন্তু আমাদের কাছে তথ্য এসেছে, প্রথম দিকের অনেক ভোটারের কাছ থেকে এই স্বাক্ষর নেওয়া হয়নি। এটা কী নির্বাচন কমিশনের সচেতন সিদ্ধান্ত ছিল, নাকি অসচেতনতা- তা আমাদের জানা নেই।’

তিনি আরও বলেন, ‘যদি এটা ভুলবশতও হয়ে থাকে, তাহলে প্রশ্ন থেকে যায়- নির্বাচন কমিশন এত বড় গাফিলতি কীভাবে করলো? সাংবাদিকদেরও এটা খতিয়ে দেখা উচিত, কারণ এটি একটি গুরুতর বিষয়।’

রনি অভিযোগ করেন, ‘আমরা লক্ষ্য করেছি, কিছু ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। তাদের কাছে কোনো পর্যবেক্ষক কার্ড নেই, এবং তারা পরিচিত মুখও না। অথচ নির্বাচন কমিশন জানিয়েছিল, শুধুমাত্র প্রার্থীদের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকরাই কার্ডসহ প্রবেশ করতে পারবেন।’

তিনি বলেন, ‘আইডি কার্ড ছাড়া কেউ যেন ঢুকতে না পারে এবং নির্বাচনকে প্রভাবিত করতে না পারে- এটা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আমরা চাই নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নিক।’

সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট সংগঠনকে দায় দিচ্ছি না। তবে যারা এর সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করা প্রয়োজন। তথ্য পেলে আমরা আনুষ্ঠানিক অভিযোগ করব।’