ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

‘আনন্দঘন’ পরিবেশে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে: আলী রীয়াজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৮:৫৮ পিএম
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি- সংগৃহীত

‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর ঘিরে যেসব জটিলতা ও বিভ্রান্তির খবর গণমাধ্যমে এসেছে, তা প্রত্যাখ্যান করে ‘আনন্দঘন পরিবেশে’ সনদ স্বাক্ষরের আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘জরুরি বৈঠক’-এ স্বাগত বক্তব্যে তিনি এই কথা বলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাসদ, এলডিপি, এবি পার্টি-সহ ৩১টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা।

আলী রীয়াজ বলেন, ‘আজ কিছু বিভ্রান্তি বিভিন্ন দিক থেকে প্রচারিত হয়েছে। অনেক রাজনৈতিক নেতা ও সাংবাদিক আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের দিক থেকে প্রস্তুতি সম্পূর্ণ। আমরা আশাবাদী, এক আনন্দঘন পরিবেশে এই স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন করতে পারব।’

তিনি বলেন, ‘একদিন পর আমরা সবাই সংসদের প্লাজায় দাঁড়িয়ে জাতীয় সনদে স্বাক্ষর করব— এটাই আমাদের প্রত্যাশা। দীর্ঘ আলোচনা ও বাধা-বিপত্তি পেরিয়ে আমরা যে জায়গায় পৌঁছেছি, তারই অংশ হিসেবে এই স্বাক্ষর হতে যাচ্ছে।’

আলী রীয়াজ আরও বলেন, ‘আমরা অনুষ্ঠানটি দ্রুততার সঙ্গে শেষ করার চেষ্টা করছি। ইতোমধ্যেই প্রতিটি দল থেকে স্বাক্ষরকারীদের নাম পাওয়া গেছে। এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমন্ত্রণপত্র বৃহস্পতিবার থেকেই পাঠানো হবে, যাতে সব দলের প্রতিনিধি নির্ধারিত সময়ে অংশ নিতে পারেন।’

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এর আগে বিকেলে কমিশনের সদস্যদের সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপরই সন্ধ্যায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এই জরুরি বৈঠক আহ্বান করা হয়।

জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রাষ্ট্রীয় সংস্কারের জন্য ‘জুলাই জাতীয় সনদ’-এর খসড়া ইতোমধ্যে ৩২টি রাজনৈতিক দল ও একটি জোটের কাছে পাঠানো হয়েছে।

৮৪ দফা সংস্কার প্রস্তাবনাকে ভিত্তি করে তৈরি এই সনদে ১৭টি মূল বিষয়কে রাষ্ট্রীয় সংস্কারের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪৭টি বিষয় সংবিধান সংশোধনের মাধ্যমে এবং বাকি ৩৭টি আইন, অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের সুপারিশ করেছে কমিশন।

৪০ পৃষ্ঠার এই সনদে ঐকমত্যের পাশাপাশি দলগুলোর মতানৈক্য ও ‘নোট অব ডিসেন্ট’ও সংযুক্ত করা হয়েছে।