ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ইউরোপে ফিরতে আগ্রহী নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ১০:২১ পিএম
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

ইউরোপীয় ফুটবলে শীতকালীন দলবদল শুরু হওয়ার আগেই বড় ক্লাবগুলো তাদের কৌশল নির্ধারণ করতে শুরু করেছে।

ব্রাজিলিয়ান তারকা নেইমার, জার্মান প্রতিভাবান ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন, ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার জোশুয়া জির্কজি এবং ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

সান্তোসের ফরোয়ার্ড নেইমার (৩৩) আগামী বছরের শুরুতে ফ্রি এজেন্ট হতে চলেছেন। প্রায় এক দশক বার্সেলোনা এবং প্যারিস সাঁ-জার্মেইতে কাটানোর পর এই ব্রাজিলিয়ান স্টার ইউরোপে ফিরতে আগ্রহী।

জানা গেছে, ইতালির দুই প্রধান ক্লাব ইন্টার মিলান এবং নাপোলি তাকে দলে ভেড়ানোর জন্য সচেষ্ট। এর আগে এমএলএস ক্লাব ইন্টার মিয়ামির সাথেও তার নাম জড়িয়েছিল।

অপরদিকে, জার্মান ক্লাব আইনট্র‍্যাক্ট ফ্রাঙ্কফুর্টের ২২ বছর বয়সি উজ্জ্বল লেফট ব্যাক নাথানিয়েল ব্রাউনকে দলে নেওয়ার জন্য ইউরোপের বেশ কয়েকটি হেভিওয়েট ক্লাব লড়াইয়ে নেমেছে।

রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি এবং ইতালির এসি মিলান তার প্রতি আগ্রহ দেখিয়েছে। ক্লাব সূত্রের খবর, ব্রাউনকে ছাড়ার জন্য ফ্রাঙ্কফুর্ট অন্তত ৬০ মিলিয়ন ইউরো অফার আশা করছে।