ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ইসরায়েলের বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৮:৩৬ পিএম
ছবি- সংগৃহীত

উত্তেজনাকর রাজনৈতিক ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে ইতালির কাছে ৩-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতে ইতালির উদিনেরে ফ্রিউলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবির পটভূমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

মাঠের এই ফলাফল আয়োজক দেশ এবং উয়েফার জন্য এনেছে বড় ধরনের স্বস্তি, কারণ ইসরায়েলের টিকে থাকা আন্তর্জাতিক ফুটবলকে আরও জটিল করে তুলত।

সাম্প্রতিক মাসগুলোতে স্পেন, ইতালি, ফ্রান্স এবং প্রভাবশালী বাণিজ্যিক অংশীদার কাতারের পক্ষ থেকে ইউরোপীয় ফুটবলে (উয়েফা) ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি ওঠে।

কাতারভিত্তিক স্পন্সরদের বিপুল প্রভাবের কারণে উয়েফার ওপর চাপ বাড়ছিল। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সরাসরি নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নেন এবং বিষয়টিকে ‘ভূ-রাজনৈতিক সমস্যা’ হিসেবে আখ্যায়িত করে কেবল শান্তি ও ঐক্যের আহ্বান জানান।

এমন পরিস্থিতিতে ইতালি-ইসরায়েল ম্যাচটি ছিল নিরাপত্তার দিক থেকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ।’ উদিনেতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। স্টেডিয়াম ও দলের হোটেলে স্নাইপার মোতায়েন করা হয়, আকাশপথে টহল দেয় হেলিকপ্টার ও ড্রোন।

স্টেডিয়ামে ইসরায়েল দলকে আনা হয় ১৩টি পুলিশ গাড়ি ও বিশেষ বাহিনীর মোটরসাইকেল বহরের নিশ্ছিদ্র নিরাপত্তায়।

ম্যাচের আগে প্রায় ১০ হাজার ফিলিস্তিনপন্থি মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়। যদিও শেষ দিকে মুখোশধারী একদল বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২৫ হাজার আসনের ফ্রিউলি স্টেডিয়ামে দর্শক ছিল ১০ হাজারেরও কম। ইসরায়েলের জাতীয় সংগীত পরিবেশনের সময় কিছু দর্শক ‘দুয়ো’ দিলেও, হাততালির মাধ্যমে অনেকে তা চাপা দেওয়ার চেষ্টা করেন।

মাঠের খেলায় ইতালি ছিল সম্পূর্ণভাবে আধিপত্য বিস্তারকারী। প্রথমার্ধেই মাতেও রেতেগুই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। ৭৪ মিনিটে রেতেগুই তার দ্বিতীয় গোলটি করেন।

যোগ করা সময়ে হেডে তৃতীয় গোল করেন জিয়ানলুকা মানচিনি, যা ইতালির ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে। এই জয়ে ইতালি অন্তত প্লে-অফ নিশ্চিত করেছে।