ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

যেখানে মেসির উপরে আর কেউ নেই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৫:৪৪ পিএম
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রত্যাশিত গোল উৎসব করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির প্রত্যাবর্তনের দিনে ৬-০ গোলের বড় জয় তুলে নিলো আলবিসেলেস্তেরা।

এই ম্যাচে জোড়া অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন বিশ্বরেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। নেইমার জুনিয়রকে (৫৯ অ্যাসিস্ট) টপকে মেসির বর্তমান অ্যাসিস্ট সংখ্যা এখন ৬০।

আগের প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্রাম পেয়েছিলেন মেসি। ইন্টার মিয়ামির হয়ে ২৭ দিনে ৭ ম্যাচ খেলার ধকল কাটাতে তাকে সেই সময় দলের বাইরে রাখা হয়েছিল।

তবে পুয়ের্তো রিকোর বিপক্ষে আজকের ম্যাচটি খেলার বিষয়ে নিজেই কোচ লিওনেল স্কালোনিকে 'হ্যাঁ' বলেন মিয়ামি তারকা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। ত্রয়োদশ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসিও, কিন্তু তার শট ফিরে আসে গোলপোস্ট কাঁপিয়ে। তবে সেই ফিরতি বলেই চতুর্দশ মিনিটে গোলের খাতা খোলেন অ্যালেক্সিস ম্যাক আলিস্টার।

২২তম মিনিটে গনজালো মন্তিয়েলকে দিয়ে গোল করিয়ে নেইমারকে ছুঁয়ে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক। ৩৬তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ম্যাক আলিস্টার।

বিরতির পর খেলায় ফিরে বিশ্বচ্যাম্পিয়নরা ৬৪তম মিনিটে আত্মঘাতী গোলের মাধ্যমে স্কোরলাইন ৪-০ করে। ম্যাচের ৭৯ ও ৮৪তম মিনিটে জোড়া গোল করেন বদলি হিসেবে নামা লাওতারো মার্টিনেজ।

ইন্টার মিলান তারকার দ্বিতীয় গোলটিতে ব্যাক হিলে অবদান রাখেন মেসি, আর তাতেই নেইমারকে (৫৯) টপকে আন্তর্জাতিক ফুটবলে ৬০টি অ্যাসিস্টের নতুন বিশ্বরেকর্ড গড়েন এই কিংবদন্তি ফুটবলার।

এই তালিকায় ৫৮ অ্যাসিস্ট নিয়ে তিনে আছেন যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডনোভান, এবং ৫৩ অ্যাসিস্ট নিয়ে চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছেন ফেরেঙ্ক পুসকাস ও কেভিন ডি ব্রুইনা।

এদিনের ম্যাচে গোলের দিকে গুনে গুনে ২৫টি শট নেয় আর্জেন্টিনা। যার মধ্যে লক্ষ্যে থাকা ১১টি শটের ৬টি দারুণভাবে ঠেকিয়ে দেন পুয়ের্তো রিকো গোলকিপার সেবাস্তিয়ান কাটলার।