ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বিমানবন্দরে সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৮:০১ পিএম
বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে ফাইনালের স্বপ্ন তো পূরণ হয়ইনি, উল্টো আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার চরম লজ্জা নিয়ে আজ (বুধবার) দেশে ফিরেছেন ক্রিকেটাররা।

আর এই ব্যর্থতার ফলশ্রুতিতে বিমানবন্দরে নেমেই এক নজিরবিহীন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের। হতাশাগ্রস্ত সমর্থকদের কাছ থেকে শুনতে হয়েছে দুয়োধ্বনি।

সেপ্টেম্বরে যখন টাইগাররা দেশ ছাড়েন, তখন সমর্থকদের উষ্ণ বিদায় ছিল তাদের সঙ্গী। তবে স্বপ্ন পূরণে ব্যর্থ হওয়ায় সেই সমর্থকরাই এখন ক্ষুব্ধ।

ফলস্বরূপ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের ঘিরে সৃষ্টি হয় এক অস্বস্তিকর পরিবেশ। অতীতে এমন বিরূপ পরিস্থিতিতে পড়তে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটারদের।

এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ থাকলেও পাকিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের কারণে সেই স্বপ্ন ভেঙে দেন জাকের আলী অনিকরা। এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় এলেও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি হয়েছে হোয়াইটওয়াশ।

ওয়ানডেতে দলের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো দৃষ্টিকটু। আফগানিস্তানের সাথে কার্যত কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি মিরাজরা। সিরিজের শেষ ম্যাচে ২৯৩ রানের জবাবে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, যা গত সাত বছরের মধ্যে দলের সর্বনিম্ন স্কোর।

ভুলে যাওয়ার মতো এক সফর শেষে দেশে ফিরে তিন দিনের মধ্যেই ক্রিকেটারদের নামতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ সিরিজে। আগামী শনিবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে।