বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি।
এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ।
এর আগে, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছান। সেখানে টানা ১৭ দিন তিনি লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তীতে ২৫ জানুয়ারি থেকে খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় থেকে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া।
দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন।