গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ একটি রাজনৈতিক দলের নেতাকে ইঙ্গিত করে বলেছেন, ‘ওনার কাছে আমার প্রশ্ন—কিশোরগঞ্জে বাসস্ট্যান্ড, সিএনজিস্ট্যান্ড, অটোস্ট্যান্ড থেকে কারা চাঁদা তুলছেন? ফুটপাত দখল করে সেখান থেকে কারা সুবিধা নিচ্ছেন?’
বুধবার (১৫ অক্টোবর) গণঅধিকার পরিষদের এই নেতা তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেছেন, ‘আমরা সবাই মিলে দলকে একটি চাঁদাবাজ মুক্ত রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছি। ওনার কাছে আমার প্রশ্ন, কিশোরগঞ্জে বাসস্ট্যান্ড, সিএনজিস্ট্যান্ড, অটোস্ট্যান্ড থেকে কারা চাঁদা তুলছেন? ফুটপাত দখল করে সেখান থেকে কারা সুবিধা নিচ্ছেন?’
তিনি আরও বলেন, ‘জেলার বিভিন্ন স্থানে বালুমহালগুলো প্রশাসনের সাথে যোগসাজশ করে কারা নিয়ন্ত্রণ করছে? কিশোরগঞ্জে সরকারি অফিসগুলোতে কারা আধিপত্য বিস্তার করছে? নরসুন্দা নদী দখল করে ৫ আগস্টে পর কোন দলের নেতারা দোকান বসাচ্ছে? সৈয়দ নজরুল মেডিকেল কলেজের সব ঠিকাদারি কারা নিয়ন্ত্রণ করছে?’