আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ১০০ জন প্রার্থী মনোনীত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। প্রার্থীদের নাম ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার।
দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু স্বাক্ষরিত বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্র থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর ৩৬, তোপখানা রোডস্থ ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে এবি পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে প্রীতিভোজের আয়োজন থাকবে বলেও আমন্ত্রণপত্রে জানানো হয়েছে।