ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সতর্ক করে এলাকায় মাইকিং

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০২:৩৬ পিএম
সতর্ক করে এলাকাজুড়ে মাইকিং করছে বিএনপি। ছবি- সংগৃহীত

ফরিদপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি চলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি মঙ্গলবার সকাল থেকে পৌরসভা ও ইউনিয়নজুড়ে মাইকিং করে।

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া বলেন, গত বছরের ৫ আগস্টের পর একটি কুচক্র মহল সক্রিয় হয়ে উঠেছে। তারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্নভাবে ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে। এদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তাই মাইকিং করে সবাইকে সচেতন করা হয়েছে।

অন্যদিকে, ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে অটোরিকশা ও সিএনজি মালিক-শ্রমিকদের উদ্যোগে চাঁদাবাজির বিরুদ্ধে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক দিলদার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাসানুরু রহমান মৃধা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বাদশা, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম রোমানসহ অটোরিকশা ও সিএনজি মালিক-শ্রমিকরা।

সভায় সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, পতিত স্বৈরাচার সরকারের আমলের কিছু লোক এখনো শরীয়তুল্লাহ বাজার এলাকায় অটোরিকশা ও সিএনজির কাছ থেকে চাঁদা তোলে। এই চাঁদাবাজির প্রতিবাদে আমরা শ্রমিকদের নিয়ে মাঠে নেমেছি।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলম বলেন, যে দলেরই লোক হোক না কেন, চাঁদাবাজির অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।