দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে অংশগ্রহণের প্রয়াসে বরগুনায় উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫। সাদাছড়ি নিশ্চিত ব্যবহার, এই দিবসের অঙ্গীকার প্রতিপাদ্য নিয়ে বরগুনা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সমাজসেবা ও সাহায্য কেন্দ্র দিবসটি আয়োজন করে।
বুধবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক চত্বরে র্যালি ও সুবর্ণজয়ন্তী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ চক্রবর্তী। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. সহিদুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, নিরাপদে, আত্মবিশ্বাসের সাথে এবং স্বাধীনভাবে চলাচলের জন্য দৃষ্টি প্রতিবন্ধীদের এই সাদাছড়ি একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমাদের সবার যতটুকু সরকারি ও সামাজিক দায়বদ্ধতা রয়েছে তা থেকে দৃষ্টিপ্রতিবন্ধী ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো উচিত। দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে অংশগ্রহণের প্রয়াসে যত বেশি সাদাছড়িকে আধুনিকায়ন করা হবে তাদের জীবনে তত বেশি উন্নয়ন ঘটবে।