ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

স্ত্রীর অধিকার নিয়ে প্রবাসীর বাড়িতে মাসহ তরুণী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৩:৪০ পিএম
প্রবাসী স্বামীর বাড়ির সামনে তরুণী পান্না দাশ। ছবি- সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীর অধিকার আদায়ে প্রবাসী স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন করছেন এক তরুণী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে ওই তরুণী তার মাকে সঙ্গে নিয়ে স্বামী উজ্জ্বলের বাড়ির গেটে বসে আছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পান্না দাশ বলেন, ‘২০১৬ সালে আমরা এফিডেভিট করে বিবাহ করেছি। এরপর স্বামী উজ্জ্বল ওমানে চলে যায়। ২০২২ সালে উজ্জ্বল ছুটিতে এসে পরিবারের সম্মতিতে মৌলভীবাজারে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। এরপর সে আবার ওমানে চলে গেছে এবং বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। তিনি পরিবারের অনিচ্ছার কথা বলে আমাকে বাড়িতে তুলছেন না। তাই আমার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি আজ বাসার গেটের সামনে অনশন শুরু করেছি।

পান্নার পরিবারের বরাত দিয়ে জানা গেছে, আনুষ্ঠানিক বিয়ের পরও তাকে স্বামীর পরিবার বৈধভাবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে এবং গেট বন্ধ করে রেখেছে। অনশনরত পান্নার সঙ্গে আছেন তার মা।

গেটের ভেতর থেকে উজ্জ্বরের মা আরতি রাণী দাশ বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার স্বামীই কথা বলতে পারবেন।’

শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের সদস্য পিয়াস দাশ জানিয়েছেন, ‘আগেও মেয়েটির অধিকার আদায়ের চেষ্টা করেছি, কিন্তু উজ্জ্বল দাশের পরিবার বিষয়টি মানতে রাজি হয়নি। বর্তমানে অনশন ভাঙিয়ে সমঝোতার চেষ্টা করছি এবং বিষয়টি মীমাংসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন বা উপযুক্ত ফোরামের মাধ্যমে দ্রুত সমাধান ও গৃহবাড়ির পক্ষের মন্তব্য নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সামাজিক ও আইনি সহায়তাসাপেক্ষে পান্নার অধিকার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ আশা করা হচ্ছে।