ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

রাজবাড়ীতে ইলিশ ধরায় ২ জেলে আটক, জব্দ জাল

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৫:১২ পিএম
অভিযানে জব্দ করা হয়েছে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও প্রায় ১ মণ ইলিশ মাছ। ছবি- রূপালী বাংলাদেশ

সরকারঘোষিত ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকার করায় রাজবাড়ীর গোয়ালন্দে দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ। এ সময় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও প্রায় ১ মণ ইলিশ মাছ।

বুধবার (১৫ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব-উল হক জানান, ইলিশের প্রজনন রক্ষায় চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রাখতে প্রশাসনের বিভিন্ন সংস্থা একসঙ্গে মাঠে কাজ করছে। আজকের অভিযানে আটক দুই জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত ইলিশ মাছ জেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা শুরুর পর থেকে এ পর্যন্ত রাজবাড়ী জেলায় মোট ৭৬ জন জেলেকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে। একই সময়ে জব্দ করা হয়েছে প্রায় ৮ লাখ ৯৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৪৫ কেজি ইলিশ মাছ।

স্থানীয় প্রশাসন জানায়, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।