ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

টুঙ্গিপাড়ায় ৫ লাখ টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৬:০৩ পিএম
৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস। ছবি- রূপালী বাংলাদেশ

মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল বিরোধী অভিযানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার উপজেলার গোপালপুর, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়নের মধুমতি নদী ও বিভিন্ন খাল-বিল থেকে মোট ১৩৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।  এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ৩৫০০ মিটার বলে জানিয়েছে মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়।

পরে উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের বাজার মূল্য ৫ লাখ টাকা। 

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার প্রমূখ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল বিরোধী অভিযানে দুইদিন ধরে বিভিন্ন বিল থেকে প্রায় ৩৫০০ মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা। পরে উদ্ধার করা জাল উপজেলা ও ইউনিয়ন পরিষদের চত্বরে পুড়িয়ে দেয়া হয়। দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।