গাজীপুরের শ্রীপুরে আন্তর্জাতিক সাদা ছড়ি দিবস উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪০ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে সাদা ছড়ি, ৫ জন শারীরিক প্রতিবন্ধীকে ক্র্যাচ এবং ৪০০ জন প্রতিবন্ধীকে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় আরও উপস্থিত ছিলেন: পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা আবুল মনসুর মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, হিট বাংলাদেশের সভাপতি আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সাইফুল মোল্লা, বিল্লাল হোসেন, আফাজ উদ্দিন মোল্লা, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সেলিম আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।