ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

লামায় নিলামের পরেও থামেনি অবৈধ বালু উত্তোলন

লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৭:৩৯ পিএম
প্রশাসনের অভিযানে নতুন দুটি অবৈধ বালু উত্তোলনের পয়েন্ট জব্দ করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে বালুমহালের তিনটি পয়েন্ট আনুষ্ঠানিকভাবে নিলাম দেওয়ার পরও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি। বরং নিলাম কার্যক্রম শেষ হওয়ার পরপরই উপজেলা প্রশাসনের অভিযানে নতুন দুটি অবৈধ বালু উত্তোলনের পয়েন্ট জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ২ লাখ ২৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধ লাখ টাকা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলী সরই খাল থেকে অবৈধভাবে শেলু মেশিন (ড্রেজার) ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছিল। এর আগে খালের তিনটি পয়েন্ট নিয়ম অনুযায়ী নিলাম দেওয়া হলেও কিছু অসাধু চক্র নিলামের বাইরে থেকেও অবৈধভাবে বালু তোলার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এবং পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পরিবেশ ও নদীর স্বাভাবিকতা রক্ষায় এ ধরনের অসাধু কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে।