নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অবৈধ পেট্রোল পাম্পে ট্যাংক পরিষ্কার করার সময় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ৭ অক্টোবর উপজেলার বিরাব এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার বিরাব ১ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে পেট্রোল পাম্পটি পরিচালনা করে আসছিলেন স্থানীয় বিএনপি নেতা গোলজার মোল্লা। গ্রামীণ পরিবেশের ভেতরে স্থাপিত এই পাম্পটির কোনো বৈধ কাগজপত্র নেই। অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করেই তিনি অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন।
পাম্প মালিক গোলজার মোল্লা জানান, গত ৭ অক্টোবর ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বিরাব ২ নং ওয়ার্ডের মুজাহার আলীর ছেলে মানসুর (৩৫) গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৪ অক্টোবর রাতে তিনি মারা যান।
এলাকাবাসী জানান, ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল ব্যবসা চালিয়ে আসছে মালিকপক্ষ। এ বিষয়ে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তারা।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
স্থানীয়দের দাবি, অবৈধ পেট্রোল পাম্পের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।