বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ৯ সাবেক বিডিআর সদস্য।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার সময় তারা মুক্তি পান। তারা সবাই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন। এ সময় কারা ফটকে তাদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় আজ দুপুর ১২টার সময় মুক্তি দেওয়া হয়। তিনি আরও বলেন, বিকেলে আরও চারজন মুক্তি পাবে।