ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

হংকং থেকে ফিরল বাংলাদেশ দল, ফেরেননি হামজা-শমিত-ফাহমিদুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৪:৪৪ পিএম
বাংলাদেশ ফুটবল দল। ছবি- সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বুধবার দুপুর ১২টার দিকে জামাল ভূঁইয়া, তারিক কাজিদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তবে ক্লান্তি এবং ক্লাবের ডাকে বাড়তি ভ্রমণ এড়াতে দলের সঙ্গে দেশে ফেরেননি তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়—হামজা চৌধুরী, শমিত সোম এবং ফাহমিদুল ইসলাম।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান নিশ্চিত করেছেন যে, হামজা চৌধুরী হংকং চায়না থেকেই সরাসরি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। লেস্টার সিটির এই মিডফিল্ডারকে দ্রুত ক্লাবে যোগ দিতে হবে।

দূরত্ব বেশি হওয়ায় এবার আর ঢাকায় না ফিরে সরাসরি ইংল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে ঢাকায় ফিরে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন।

অন্যদিকে, শমিত সোম কানাডার উদ্দেশে এবং ফাহমিদুল ইসলাম ইতালির উদ্দেশ্যে হংকং থেকে রওনা দিয়েছেন।

হংকং চায়নার বিপক্ষে কঠিন ম্যাচ শেষে বিশ্রাম নেওয়ার সুযোগ মেলেনি জামাল-তারিকদের। মঙ্গলবার হংকং স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচ খেলার পর হোটেলে ফিরতে মধ্যরাত পেরিয়ে যায়।

এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য ভোর ৪টাতেই তাদের ধরতে হয় বিমানবন্দরের পথ। এই ঠাসা সূচির ধকল নিয়েই দেশে ফিরেছে দলটি।