ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

দাবি না মানলে নির্বাচনি দায়িত্ব থেকে বিরত থাকবেন এমপিওভুক্ত শিক্ষকরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৪:৩৭ পিএম
শাহবাগে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। ছবি- সংগৃহীত

বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে লাগাতার আন্দোলনের চতুর্থ দিনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো শিক্ষক নির্বাচনি দায়িত্ব পালন করবেন না।

বুধবার (১৫ অক্টোবর) পুলিশের বাধা উপেক্ষা করে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে গত রোববার মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’।

সে দিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। একই সঙ্গে তাদের লাঠিপেটা করা হয়। এতে আহত হন কয়েকজন শিক্ষক।

তিন দফা দাবি আদায়ে গতকাল মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বিকেল ৪টার দিকে তারা সচিবালয়ের দিকে এগোলে হাইকোর্টের মাজার গেটের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পরে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা ঘোষণা দেন, আজ দুপুর ১২টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে।

সেই লক্ষ্যে আজ সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শত শত শিক্ষক-কর্মচারী। এরপর সেখান থেকে মিছিল নিয়ে বেলা ২টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।