ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

চাকসুতে নেই ব্রেইল পদ্ধতি, ভোটের গোপনীয়তা নিয়ে প্রশ্ন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৩:২৩ পিএম
দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার গোলাম কিবরিয়া। ছবি - সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার। আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে চাকসু ভবনের সামনে সাংবাদিকদের কাছে নিজের অসন্তোষের কথা জানান গোলাম কিবরিয়া নামের ওই ভোটার।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমরা ৭৬ জন দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার দাবি জানিয়েছিলাম, যাতে ব্রেইল পদ্ধতিতে আমাদের ভোট দেওয়ার সুযোগ থাকে। কিন্তু সেই দাবি মানা হয়নি। নির্বাচন কমিশন আমাদের ভোট দেওয়ার জন্য একজন সহায়তাকারীর মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে, এতে আমাদের ভোটের গোপনীয়তা রক্ষা হচ্ছে না।’

গোলাম কিবরিয়া আরও বলেন, ‘অনেক দৃষ্টিপ্রতিবন্ধী এরই মধ্যে ভোট দিয়েছেন, তবে তাদের অভিজ্ঞতা ভালো ছিল না। আমি এখনো ভোট দিইনি। একজন অন্য মানুষকে সঙ্গে নিয়ে কীভাবে ভোট দেব, সেটা নিয়ে ভাবছি।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘আমরা দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা করেছি। তারা গোপন কক্ষে একজন সহায়তাকারী নিয়ে ভোট দিচ্ছেন। এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’

তবে দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারদের মতে, এ ধরনের ব্যবস্থা ভোটের গোপনীয়তা ও স্বাধীনতা হরণ করছে। ব্রেইল ব্যালটের অভাবকে তারা ভোটের স্বচ্ছতা ও অন্তর্ভুক্তির দিক থেকে বড় ঘাটতি হিসেবে দেখছেন।