ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

চাকসুতে স্বাক্ষরহীন ৪০০ ব্যালট জমা পড়ার অভিযোগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৪:১০ পিএম
চাকসু ভবন। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্র থেকে ভোটগ্রহণের সময় প্রায় ৪০০টি ব্যালট পেপারে নির্বাচনি কর্মকর্তার সই না থাকার অভিযোগ উঠেছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের নির্বাচন পর্যবেক্ষক তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তৌহিদুল ইসলাম বলেন, ‘ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে প্রায় ৪০০ ব্যালট পেপারে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছিল না, যা এক অসংগতিপূর্ণ ও অনিয়মমূলক ঘটনা।’ ব্যালট পেপারে নির্বাচনি কর্মকর্তার সই করার জন্য একটি ঘর থাকা সত্ত্বেও সই দেওয়া হয়নি।

নির্বাচন কমিশনের ভোটের দিনের নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, ব্যালট পেপারে নির্বাচন কর্মকর্তার সই থাকা বাধ্যতামূলক।

ব্যবসায় প্রশাসন অনুষদের ৩৩৬ নম্বর কক্ষে দায়িত্ব পালনকারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কাউসার হামিদ জানান, ‘প্রাথমিকভাবে ব্যালটে সই করার কোনো নির্দেশনা ছিল না। অভিযোগ পাওয়ার পর তা সম্পন্ন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের কক্ষে প্রায় ৫০টি ব্যালট ছিল, যেগুলো প্রার্থীদের পোলিং এজেন্টদের সামনে ভোটাররা ব্যবহার করেছে। অন্য কক্ষের ব্যাপারে আমার জানা নেই।’

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে প্রায় ৮০ জন এবং প্রকৌশল অনুষদ কেন্দ্রে ১৬ জন ভোটার সইবিহীন ব্যালটে ভোট দিয়েছেন।

তিনি বলেন, সইবিহীন ব্যালটের একটি তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষায় দ্রুত এই অভিযোগের তদন্ত ও সমাধান দাবি করা হয়েছে।