ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

হাঁসের খামারের আড়ালে বাংলা মদের ব্যবসা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৩:৫৮ পিএম
সাভারে হাঁসের খামারের আড়ালে গড়ে ওঠা একটি বাংলা মদের কারখানা। ছবি- সংগৃহীত

সাভারে হাঁসের খামারের আড়ালে গড়ে ওঠা একটি বাংলা মদের কারখানায় অভিযান চালিয়ে ৫০০ লিটার মদ জব্দ করেছে র‌্যাব। এ সময় নিথিন অ্যান্থনি কোড়াইয়া নামের এক যুবককে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে সাভার পৌরসভার ধরেন্ডা এলাকায় র‌্যাব-৪-এর সিপিসি-২ দলের একটি ইউনিট অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৪-এর স্কোয়াড লিডার মো. নাজমুল।

র‌্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পল কোড়াইয়ার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির পাশের বাগানে মাটির নিচে এবং হাঁস-মুরগি পালনের ঘরের ভেতর প্লাস্টিকের ড্রামে রাখা ৫০০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় অধিকাংশ মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, আটক যুবক নিথিন অ্যান্থনি কোড়াইয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে মদ তৈরির কথা স্বীকার করেছেন। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হবে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।