কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (২০২০-২০২৫ সাল পর্যন্ত) ২২ জন প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় উপলক্ষে জাঁকজমকপূর্ণ বিদায়ী সংবর্ধনা দিলেন বর্তমান শিক্ষকবৃন্দ।
এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম শহীদ স্মৃতিস্তম্ভ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অবসরপ্রাপ্ত ২২ জন শিক্ষককে জেলা শহরের খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে ফুলেল শুভেচছা জানিয়ে তাদের গ্রহণ করেন বর্তমান শিক্ষকরা।
অনুষ্ঠানটির আয়োজন করে সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনাসভায় বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. আজিজুর রহমান; বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম মন্ডল, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, পিটিআই সুপারিনটেডেন্ট মো. জয়নুল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন এম শরীফুল ইসলাম খন্দকার। সঞ্চালনা করেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কানিজ আখতার।
এতে অবসরপ্রাপ্ত ২২ জন শিক্ষককে একটি করে জায়নামাজ, একটি করে বই ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।