ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নওগাঁয় কীটনাশক পান করে যুবকের আত্মহত্যা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৩:৩৭ পিএম
ছবি -সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে কীটনাশক পানে মোতালেব হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পিড়লডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই এলাকার আবদুস ছালামের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে সবার চোখ আড়াল করে নিজ এলাকায় কীটনাশক পান করেন মোতালেব হোসেন। পরে তাকে বিষক্রিয়ায় আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানায়, নিহত যুবক মানসিক রোগী যার কারণে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন তারা।

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।