ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

আলোচনা সভা

চুয়াডাঙ্গা  প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০১:৪৮ এএম

চুয়াডাঙ্গায় বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রসাশন, সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। সভায় ১৭ জন প্রতিবন্ধীর হাতে ডিজিটাল সাদাছড়ি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আইনাল হক, সরকারি কলেজের সাবেক অধ্যাক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ।