ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

ভালো শিক্ষকদের জন্য আকর্ষণীয় বেতন-ভাতা: শিক্ষা অধিদপ্তরের ডিজি

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১২:২৮ পিএম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। ছবি- সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেছেন, মানবিক মূল্যবোধ, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে করে তারা চতুর্থ শিল্প-বিপ্লব মোকাবিলা করতে পারে। এ জন্য যুগোপযোগী কারিকুলাম তৈরি করে ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আর্কষণীয় বেতন-ভাতা দিতে হবে।

শনিবার (১৯ জুলাই) পাবনার ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রদান অনুষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি শিক্ষার্থীদের বলেন, যে অর্থ খরচ করে তোমাদের পুরস্কৃত করা হলো, সে অর্থ কিন্তু তোমাদের বাবাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা ট্যাক্সের টাকা। কাজেই তোমাদের উচিত হবে ভালো করে লেখাপড়া করে নিজেদের যোগ্য করে গড়ে তুলে ইহকাল ও পরকালে তার বিনিময় ফেরত দেওয়া।

ফরিদপুর উপজেলা ও পাবনা জেলা শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের পরিচালক প্রফেসর ড. শফিউল আজম, ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, রাজশাহী অঞ্চলের পরিচালক মো. আছাদুজ্জামান ও পাবনা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে পাবনা জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফরিদপুর উপজেলার মাধ্যমিক স্কুল ও কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

পরে পাবনা জেলার স্কুল ও কলেজের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরলে প্রধান অতিথি মহাপরিচালক সেসব প্রশ্নের উত্তর দেন।