মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাবি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৮:৫৫ পিএম

রাবিতে ‘নির্দলীয়’ ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৮:৫৫ পিএম

ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্রেটিক ফোরামের আত্মপ্রকাশকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন। ছবি- রূপালী বাংলাদেশ

ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্রেটিক ফোরামের আত্মপ্রকাশকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন। ছবি- রূপালী বাংলাদেশ

দলীয় ছাত্ররাজনীতির বাইরে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করল নতুন ছাত্র সংগঠন ‘ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্রেটিক ফোরাম (ইউএসডিএফ)’।

সোমবার (৪ আগস্ট) বিকেল পৌনে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন খান। তার সঙ্গে ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রিফাত হোসাইন, আইন বিভাগের আশরাফুল ইসলাম সন্ধী, ইংরেজি বিভাগের হোসেন মোহাম্মদ সাফিনসহ অন্তত ২০ জন শিক্ষার্থী।

সংগঠনটি নিজেকে ‘নন-পার্টিজান গণতন্ত্রকামী ছাত্রজনতার কণ্ঠস্বর’ হিসেবে পরিচয় দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে তারা একটি স্বাধীন, যুক্তিনির্ভর ও অধিকারের পক্ষে অবস্থান নেওয়া ছাত্র প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চায়।

তাসিন খান বলেন, ‘আমরা কোনো দল বা গোষ্ঠীর অনুসারী নই। আমরা বিশ্বাস করি ছাত্ররাজনীতি মানে সহিংসতা নয়, বরং নেতৃত্ব বিকাশ, মতপ্রকাশের স্বাধীনতা ও নীতিনির্ধারণে অংশগ্রহণ।’

প্রচলিত ছাত্র রাজনীতির সমালোচনা করে তাসিন বলেন, ‘দীর্ঘদিন শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির নামে সহিংসতা, ট্যাগিং ও ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। আবরার, রিমু, আবিদের মতো শিক্ষার্থীদের মৃত্যু এই ফ্যাসিবাদী সংস্কৃতির পরিণতি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় মেধাভিত্তিক নেতৃত্ব তৈরির ক্ষেত্র হবে, কোনো দলের রক্ষীবাহিনী তৈরির কারখানা নয়। আমরা যুক্তিনির্ভর বিতর্ক, কনফারেন্স ও ডায়লগের মাধ্যমে ছাত্ররাজনীতিকে পুনর্সংজ্ঞায়িত করতে চাই।’

সংগঠনটি রাকসু নির্বাচন ঘিরে তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নে রিফাত হোসাইন বলেন, ‘আমরা শুধুমাত্র রাকসু নির্বাচনকে কেন্দ্র করে আত্মপ্রকাশ করছি না। সাধারণ শিক্ষার্থীদের নতুন কণ্ঠস্বর হিসেবেই আমরা কাজ করব।’

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমেই মুখপাত্র ও প্রতিনিধি নির্বাচন করা হবে। তাদের সংগ্রামের লক্ষ্য একটি নিরাপদ, মর্যাদাসম্পন্ন এবং অধিকারের শিক্ষাঙ্গন গড়ে তোলা।

Shera Lather
Link copied!