ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

পরিবেশ উপদেষ্টার পদত্যাগ দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৪:৪৮ পিএম
শাহজাদপুরে পরিবেশ উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ। ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবি এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করেন। রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি চলে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত। এর আগে শনিবার (২৬ জুলাই) শিক্ষার্থীরা ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’-এর কর্মসূচি বর্জন করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন।

রোববার (২৭ জুলাই) সকালে শত শত শিক্ষার্থী সড়কে নেমে মুহুর্মুহু স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

এ সময় তাদের কণ্ঠে, ‘ভাড়া না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস’, ‘সবার ক্যাম্পাস সজ্জিত, আমরা কেন বঞ্চিত’, ‘এক-দুই-তিন-চার, রেজওয়ানা গদি ছাড়’, ‘যার কথার দাম নাই, সেই উপদেষ্টার দরকার নাই’ স্লোগান শোনা যায়।

অবরোধের কারণে দেড় ঘণ্টাব্যাপী বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উভয়মুখে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা তীব্র আকার ধারণ করে এবং রাস্তার দুই পাশে দীর্ঘ গাড়ির সারি দাঁড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা।

অবরোধ প্রত্যাহারের আগে শিক্ষার্থীরা ঘোষণা দেন, সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে পুনরায় প্রতীকী ক্লাস আয়োজন করা হবে, যেখানে বগুড়া-নগরবাড়ী সড়ক অবরোধ থাকবে। এ সময় কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এতে করে আবারও ঢাকা ও পাবনাগামী রুটে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং উভয়পাশে দীর্ঘ যানজটসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হতে পারে।

রবীন্দ্রনাথ ঠাকুরের তৎকালীন জমিদারির অন্তর্গত খাস জমিতেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাস নির্মিত হওয়ার কথা। ভূমি অধিগ্রহণের ঝামেলা এবং পরিবেশের কোনোরূপ ক্ষতি ছাড়াই সেখানে নান্দনিক একটি ক্যাম্পাস নির্মাণ করা সম্ভব। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ৮ বছর অতিক্রান্ত হলেও এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কোনো অর্থই বরাদ্দ দেওয়া হয়নি। পরপর সাতবার ডিপিপি সংশোধন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমান সরকারের ব্যয় সংকোচন নীতিকে বিবেচনায় রেখে সর্বশেষ ৫১৯.১৫ কোটি (৫ শত ১৯ কোটি ১৫ লক্ষ) টাকার ডিপিপি উপস্থাপন করে, যা পরিকল্পনা বিভাগে গত ৭ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় আলোচিত হয়।

উক্ত একনেক সভায় প্রায় সবাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ঐকমত্যে পৌঁছালেও পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রস্তাবিত ক্যাম্পাসে এসে সরেজমিনে দেখতে চান এবং গত ১৬ জুন তিনি শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় গিয়ে ক্যাম্পাসের স্থান দেখে প্রতিবেদন জমা দেন।