বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ১১:৫৩ এএম

গানের পাখি রুনা লায়লার জন্মদিন আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ১১:৫৩ এএম

গানের পাখি রুনা লায়লার জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। ৭১ পেরিয়ে আজ ৭২ বছরে পা রাখলেন এই গানের পাখি। ১৯৫২ সালের ১৭ই নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন তিনি।

জীবন্ত কিংবদন্তি এই শিল্পী বহু ভাষায় ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন। কোটি কোটি সংগীতপ্রেমী শ্রোতা দর্শককে গানে মুগ্ধ করে চলেছেন বিগত ৬০ বছরেরও বেশি সময় ধরে। এখনো তিনি অনায়াসে স্টেজ শোতে সংগীত পরিবেশন করেন।

জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, “জন্মদিনে শুধু সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন। আমি যেন আরও সুন্দর সুন্দর গান শ্রোতা দর্শককে উপহার দিতে পারি।  আল্লাহর রহমতে অনেক পেয়েছি। এক জীবনে দেশ–বিদেশের শ্রোতাদের ভালোবাসা, শ্রদ্ধা এত এত পেয়েছি, শুকরিয়া আদায় করেও শেষ করতে পারব না। এখনো পাচ্ছি। ৬০ বছর ধরে পেয়ে চলেছি। শ্রোতাদের বাইরে আমার অঙ্গনের অগ্রজ, অনুজ এবং সমসাময়িক সবার স্নেহ, সম্মান, ভালোবাসা তো অতুলনীয়।  আমি মনেকরি সবার দোয়াতে আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি।

বিশেষত জন্মদিন এলে বাবা-মা আর আমার বড় বোন দীনা লায়লাকে খুুুব মিস করি। এই মুহূর্তে আরও নতুন গান নিয়ে কোনো পরিকল্পনা আছে কী না? এমন প্রশ্নের জবাবে রুনা লায়লা বলেন, সত্যি বলতে কী গান নিয়েই তো আমার সারাবেলার ভাবনা। বেশকিছু পরিকল্পনা আছে নতুন গান নিয়ে। আমার সুরে যেমন কয়েকজন শিল্পীকে নিয়ে গান করার পরিকল্পনা আছে ঠিক তেমনি আমিও অন্যের সুরে গান গাইব তেমন পরিকল্পনাও আছে। যেমন এরই মধ্যে সাদেক আলীর সুরে বেতারে প্রচারের জন্য দুটো গান করেছি। সামনে আরও গান আসছে।”

এম এ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় সুরকার হিসেবে নিজের অভিষেক ঘটিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন। পরবর্তীতে তারই সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, হরিহরণ, রাহাত ফতেহ আলী খান, আদনান সামী, আঁখি আলমগীর, তানি লায়লা, লুইপা, হৈমন্তী।

এবারের জন্মদিনে চমক রয়েছে বলে জানালেন রুনা লায়লা। এই কিংবদন্তি বলেন, ‘বললে তো সব বলাই হয়ে যাবে, চমক তো আর থাকবে না। আজ বড় চমক নিয়ে আসছি। তাই চাইছি সারপ্রাইজটা আপাতত জমা থাকুক। একটার মধ্যে কিন্তু একাধিক সারপ্রাইজ থাকবে।’

আজ ভক্ত ও পরিবারের সদস্যদের সঙ্গেই বিশেষভাবে কাটবে বলে জানিয়েছেন রুনা লায়লা। তবে চ্যানেল আইয়ের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার অনন্যা রুমার সার্বিক তত্ত্বাবধানে আজ দুপুর ১২টায় মিনিটে চ্যানেল আইয়ে সানজিদা রহমানের উপস্থ্পানায় রুনা লায়লাকে ঘিরেই ‘তারকা কথন’ অনুষ্ঠানটি প্রচার হবে এক ঘণ্টাব্যাপী। রুনা লায়লার সঙ্গে এই আয়োজনে দেশের বেশ কয়েকজন প্রখ্যাত সংগীতশিল্পীও উপস্থিত থাকবেন।

এ ছাড়াও আজ রাত আটটায় রুনা লায়লার প্রতি শ্রদ্ধা জানিয়ে এনিগমা টিভিতে ফাহমিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ‘আজ গানের দিন’ অনুষ্ঠানে গায়ক ইউসুফের উপস্থাপনায় সংগীত পরিবেশন করবেন সাব্বির জামান ও প্রিয়াঙ্কা। এ ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি চ্যানেলেও নানানভাবে রুনা লায়লাকে জন্মদিনে শুভেচ্ছা জানাবে।

সিনেমাতে  প্লে-ব্যাকে রুনা লায়লা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন ‘দি রেইন’, ‘যাদুর বাঁশি’, ‘অ্যাক্সিডেন্ট’, ‘অন্তরে অন্তরে’, ‘তুমি আসবে বলে’, ‘দেবদাস’, ‘প্রিয়া তুমি সুখী হও।

রুনা লায়লা অভিনীত একমাত্র চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’। এতে তিনি আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন। তবে আর কখনো অভিনয় করার আগ্রহ নেই তার। রুনা লায়লার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান দেশাত্মবোধক গান ‘যদি প্রশ্ন করো’। গানটি লিখেছেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছেন শফিক তুহিন।

আরবি/এফআই

Link copied!