শনিবার, ১০ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০১:০৫ পিএম

‘অল্পস্বল্প ঝগড়া-খুনসুটি নিয়ে ভালোই কাটছে’

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০১:০৫ পিএম

‘অল্পস্বল্প ঝগড়া-খুনসুটি নিয়ে ভালোই কাটছে’

সৌরভ ও দর্শনা। ছবি: সংগৃহীত

দার্জিলিং থেকে বহু দূরে এই মুহূর্তে একসঙ্গেই রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও সৌরভ দাস। তারা দারুণ বন্ধু হলেও আপাতত তাদের মধ্যে রয়েছে চাপা টেনশন, এমনক সংঘাতও নাকি ঘটেছে। ব্যাপার কী? ব্য়াপার আর কিছুই নয়। শোনা যাচ্ছে দারুণ একটা নাকি ‘ঝড়’ আসছে।

হ্য়াঁ, ঠিকই ধরেছেন নতুন সিনেমা। তারই নাম ‘ঝড়’। দার্জিলিং থেকে কিছু দূরেই চলছে তার শুটিং। সেই সিনেমাতে বনি-সৌরভ আবার একে অপরের প্রতিদ্বন্দ্বী। তাদের সঙ্গে রয়ছেন নবাগতা অমৃতা। জোর কদমে চলছে শুটিং। সম্প্রতি সাক্ষাৎকারে ‘ঝড়’-এ নিজের সিনেমার চরিত্র নিয়ে নানান কথা ফাঁস করেছেন সৌরভ দাস।

সৌরভের কথায়, ‘এই সিনেমাতে তার শৌভিকের চরিত্রটা গ্রে চরিত্র। তিনি জানান সিনেমাতে অমৃতা উত্তরবঙ্গে যে কলেজে পড়ে, শৌভিক সেখানকার জিএস। তিনি বনি আর অমৃতা। এই তিনজনকে ঘিরেই এগোবে সিনেমা। তবে এর বেশি সিনেমা নিয়ে আর কিছুই বলতে চাননি সৌরভ দাস। অভিনেতা জানিয়েছেন, ইদানিং কালে নাকি তাকে হিরোর চরিত্র দারুণ টানছে। এ ধরনের চরিত্র করতে তিনি বেশ ইচ্ছুক।’

সাক্ষাৎকারে নিজের বিবাহিত জীবন নিয়েও মুখ খুলেছেন সৌরভ দাস। বিবাহিত জীবন কেমন কাটছে সে প্রসঙ্গে সৌরভ বলেন, ‘অল্পস্বল্প ঝগড়া-খুনসুটি নিয়ে ভালোই কাটছে।’

তার কথায়, ‘একেবারে মসৃণ হলে অস্বস্তি হয়, অল্প ঝগড়া হওয়া ভালো। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে ইচ্ছে করে।’ গ্ল্যামার জগতে প্রেম করলেও তাড়াতাড়ি কেউ বিয়ে করেন না। একথা সৌরভের বক্তব্য, বিয়ে করলে ক্যারিয়ার থাকে না, হিরো হিরোইন হওয়া যায় না, এখন সেগুলো সবই মিথ।

দর্শনার সম্পর্কে এমন কথা যেটা বাইরের লোক জানে না, সে বিষয়টিও সাক্ষাৎকারে ফাঁস করেছেন সৌরভ। জানান, ‘আমি বাড়িতে খুব শান্ত, আর ও প্রচণ্ড কথা বলে। একাবের নন-স্টপ। তবে বাইরে ও ঠিক নিজেকে খুলতে পারে না।’ লোকে সৌরভকে ভীষণ ভুল বোঝে, সে প্রসঙ্গে অভিনেতার বক্তব্য। কেন লোকে ভুল বোঝেন, সেটা তিনি নিজেও জানেন না। তিনি যেসব চরিত্রে অভিনয় করেছেন, সেটাও এর কারণ হতে পারে। সৌরভের কথায়, ‘লোকে ভাবে আমি প্রচণ্ড নেশা করি। ভদ্র, শান্ত ছেলে হিসাবে লোকে আমায় কল্পনা করতেও পারেন না।’

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!