‘অল্পস্বল্প ঝগড়া-খুনসুটি নিয়ে ভালোই কাটছে’
নভেম্বর ২২, ২০২৪, ০১:০৫ পিএম
দার্জিলিং থেকে বহু দূরে এই মুহূর্তে একসঙ্গেই রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও সৌরভ দাস। তারা দারুণ বন্ধু হলেও আপাতত তাদের মধ্যে রয়েছে চাপা টেনশন, এমনক সংঘাতও নাকি ঘটেছে। ব্যাপার কী? ব্য়াপার আর কিছুই নয়। শোনা যাচ্ছে দারুণ একটা নাকি ‘ঝড়’ আসছে।হ্য়াঁ, ঠিকই ধরেছেন নতুন সিনেমা। তারই নাম ‘ঝড়’। দার্জিলিং থেকে...