শনিবার, ১০ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৭:২২ পিএম

নারী শিল্পীরা স্বাধীন না: দর্শনা বণিক

রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৭:২২ পিএম

নারী শিল্পীরা স্বাধীন না: দর্শনা বণিক

দর্শনা বণিক। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক। ‘মুখোমুখি’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। একই বছর তার আরও ছয়নি সিনেমা মুক্তি পেয়েছে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন দর্শনা। মিষ্টি হাসি ও অভিনয় দিয়ে এরই মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করেছেন তিনি। তাকে দেখা গেছে বাংলাদেশের নাটক-সিনেমাতেও। ওটিটি কিংবা মিউজিক ভিডিও সব প্ল্যাটফর্মেই দেখা মিলেছে তার। টালিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন এই সুন্দরী। সমসাময়িক প্রসঙ্গে কলকাতা থেকে দৈনিক রূপালী বাংলাদেশ’র সঙ্গে কথা বলেছেন তিনি।

‘পরিচয় গুপ্ত’ 
এটি একটি পড়ন্ত জমিদার বাড়ির গল্প। ইতিহাস নির্ভর সিনেমা। বাঙালি রহস্য-রোমাঞ্চ ভালোবাসে। তাই পরিচালক তার প্রথম সিনেমায় এমন একটি গল্পই বেছে নিয়েছেন। রহস্য ও রোমাঞ্চে ভরপুর থাকবে সিনেমাটিতে। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করা হলেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তা পিছিয়ে যায়। আসছে ২০ সেপ্টেম্বর নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে এদিন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন রণ রাজ। এতে আমি স্নেহলতা সেন-এর ভূমিকায় অভিনয় করেছি। এ ধরনের গল্পে দর্শকদের আগ্রহ রয়েছে। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।

আরজি কর ঘটনা
কলকাতার আরজি কর কাণ্ডের প্রভাব পড়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমার মুক্তি পিছিয়ে গেছে। দ্রুত অপরাধীকে শাস্তির আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। আজ যদি অপরাধী পার পেয়ে যায় তাহলে কাল এই ঘটনা আমাদের সঙ্গেও হতে পারে। তখন তো তাহলে আমরাও ন্যায় বিচার পাবো না। সেই সুযোগ দেওয়া যাবে না। একজনকে বিচারের আওতায় আনলে হাজার জন এ থেকে শিক্ষা নেবে।

শিল্পীরা স্বাধীন?
বাহিরে থেকে দেখলে মনে হবে নারী শিল্পীরা স্বাধীন। তবে এই ইন্ডাস্ট্রি অনেকটাই পুরুষতান্ত্রিক। প্রযোজক, পরিচালক ও নায়ক থেকে শুরু করে অধিকাংশই পুরুষ। বেশির ভাগ সময় দেখা যায় নায়করা নিজের পছন্দ মতো শিল্পী নির্বাচন করে। কিন্তু নায়িকারা কখনোই সেটা করে না। এটা খুব কমই হয়। ইন্ডাস্ট্রির ব্যবসা অনেকটাই নায়ক নির্ভর। সেই জায়গা থেকে নারী শিল্পীরা স্বাধীন না।

দর্শনা বণিক। ছবি: সংগৃহীত

‘যমালয়ে জীবন্ত ভানু’
সিনেমাটিতে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করেছি। পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। ‘সাড়ে চুয়াত্তর’ সিনেমার অতি পরিচিত দৃশ্য এবং সংলাপ ‘মাসিমা, মালপো খামু’র দৃশ্যের পুনর্র্নিমাণ করা হয়েছে। দুটো দৃশ্যে ‘সুচিত্রা সেন’ রূপে হাজির হচ্ছি। আগেই অনেকবার ‘সাড়ে চুয়াত্তর’ দেখেছি। চরিত্রটি পাওয়ার পর আবারও দেখেছি। সাধারণত পরিচালকরা বিখ্যাত কোনো দৃশ্য নতুন করে আবার ক্যামেরায় ধরার আগে পুরনো সিনেমা না দেখার অনুরোধ জানান। কৃষ্ণেন্দুদা কিন্তু উল্টোটাই করেছিলেন। তিনি বেশি করে ওই দুটো দৃশ্য দেখতে বলেছিলেন। কারণ, আমরা হুবহু ওই দৃশ্য পর্দায় দেখাতে চলেছি। এ রকম একটা চরিত্রে অভিনয় করতে পারব জেনে ভীষণ ভালো লেগেছিল। এরই মধ্যে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে রাজ্যের উত্তাল অবস্থার কারণে পেছনে হয়েছে। পূজার পর মুক্তি পেতে পারে।

চ্যালেঞ্জ
‘সুচিত্রা সেন’ চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া মোটেও সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জিং একটি চরিত্র। নিজের জায়গা থেকে সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আমার কাজে পরিচালক খুবই খুশি। আমি নিজেও আনন্দিত কাজটি ভালো মতো করতে পেরে। শুরুর দিকে চিন্তিত ছিলাম এত বড় অভিনেত্রীর চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারব কিনা। কাজটি করার পর সবাই প্রশংসা করেছেন। সবাই কাজটি নিয়ে খুশি। পর্দায় কখনো একগুয়েমী লাগবে না।

‘অন্তরাত্মায়’
অনেক আগেই সিনেমাটির কাজ শেষ করেছি। কিন্তু আজও মুক্তি পায়নি। কেন পায়নি আমি জানি না। প্রযোজক ও পরিচালক ভালো বলতে পারবেন। এই সিনেমার মাধ্যমে প্রথমবার শাকিব খানের সঙ্গে কাজ করেছি। সিনেমার গল্পটিও চমৎকার। দর্শক আমাদের দারুণ একটি কেমিস্ট্রি দেখতে পাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!