শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৮:১৮ পিএম

মহাকাশে বিয়ের পরিকল্পনা, ভেঙে গেল টম ক্রুজ-আরামাসের প্রেম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৮:১৮ পিএম

টম ক্রুজ ও আনা ডে আরমাস । ছবি- সংগৃহীত

টম ক্রুজ ও আনা ডে আরমাস । ছবি- সংগৃহীত

হলিউডে একসময় মহাকাশে বিয়ে করার গুঞ্জন নিয়ে সরগরম ছিল, কিন্তু টম ক্রুজ ও আনা ডে আরমাসের ‘স্পেস ওয়েডিং’ বাস্তব রূপ পাওয়ার আগেই সম্পর্কের কক্ষপথ থেকে ছিটকে পড়েছেন তারা।

ব্রিটিশ দৈনিক দ্য সান জানিয়েছে, নয় মাসের প্রেমের সম্পর্কের পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, টম ও আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, কিন্তু বুঝতে পেরেছেন সম্পর্কের উষ্ণতা ফিকে হয়ে গেছে। তারা আর প্রেমে নেই, তবে বন্ধুত্ব বজায় রাখতে চান। আগের মতো উন্মাদনা নেই, তবে পরস্পরের সঙ্গ তারা এখনো উপভোগ করেন।

দুজনের সাম্প্রতিক সিনেমা প্রজেক্ট ‘ডিপার’-এ একসঙ্গে কাজ করার কথা থাকলেও ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তনের কারণে ছবিটি স্থগিত হয়েছে, তবে ঘনিষ্ঠ মহলের দাবি, আনা ইতোমধ্যেই তার পরের ছবিতে কাস্ট করা হয়েছে, তাই কাজ বন্ধ হচ্ছে না।

টম-আনার সম্পর্ক প্রকাশ্যে আসে ভারমন্টে হাত ধরে হাঁটতে দেখা যাওয়ার পর। এরপর মাদ্রিদ ও লন্ডনে একাধিক রোমান্টিক ছুটি, টমের হেলিকপ্টার রাইড, ডেভিড বেকহামের ৫০তম জন্মদিনের পার্টি ও ওয়েম্বলি স্টেডিয়ামে ওয়েসিস কনসার্ট—সব জায়গাতেই তাদের উপস্থিতি নজর কাড়ে।

‘ব্যালেরিনা’-খ্যাত আনা ডে আরমাসের আগে বেন অ্যাফ্লেক (২০২০-২০২১) এবং পরে পল বুকেডাকিসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের খবর শোনা গিয়েছিল।

অন্যদিকে, টম ক্রুজের শেষ বিয়ে হয়েছিল ২০১২ সালে কেটি হোমসের সঙ্গে। এরপর বিভিন্ন প্রেমের গুঞ্জন উঠলেও কোনো সম্পর্কই স্থায়ী হয়নি ‘মিশন: ইমপসিবল’-তারকার।

রূপালী বাংলাদেশ

Link copied!