সোমবার, ০৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মনিরুজ্জামান মনির, টাঙ্গাইল

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০২:০০ পিএম

এন্ড্রু কিশোর যাকে ভালোবেসে নাম দিয়েছিলেন রবি কিশোর

মনিরুজ্জামান মনির, টাঙ্গাইল

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০২:০০ পিএম

এন্ড্রু কিশোরের সঙ্গে রবি কিশোর। ছবি: রূপালী বাংলাদেশ

এন্ড্রু কিশোরের সঙ্গে রবি কিশোর। ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশের প্লেব্যাক সম্রাট খ্যাত প্রয়াত শিল্পী এন্ড্রু কিশোর গান পরিবেশনের জিবনের সর্বশেষ মঞ্চে তার অন্ধ ভক্ত হিসেবে পরিচয় করে দিয়েছিলেন টাঙ্গাইলের রবি কিশোরকে। মৃত্যুর আগে ২০১৯ সালে টাঙ্গাইল জেলার ভূঞাপুরের ইব্রাহিম খাঁ কলেজ মাঠে গান পরিবেশনের মঞ্চে তিনি রবি কিশোরকে পরিচয় করিয়ে দিয়ে আশীর্বাদও করেছিলেন। ভূঞাপুরের ইব্রাহিম খাঁ কলেজ মাঠের ঐ অনুষ্ঠানই ছিল এন্ড্রু কিশোরের জীবনে মঞ্চে গান পরিবেশনের সর্বশেষ অনুষ্ঠান। রবি কিশোরের গানের ভূয়সী প্রশংসাও করেছিলেন এ্যান্ড্রু কিশোর এবং ভালোবেসে যারা রবি কিশোরের গান শুনেন তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন গুনি এই শিল্পী।

বেশভূশা এবং আকৃতিতে অনেকটা এ্ন্ড্রু কিশোরের মত এই রবি কিশোর। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর মান্দিয়া গ্রামের দরিদ্র কৃষক মো. সরবেশ আলীর ছেলে রবিউল ইসলাম। প্রয়াত শিল্পী প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর ভালোবেসে তার নাম রেখেছিলেন রবি কিশোর।

ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। প্রথমে ভূঞাপুরের লৌহজং শিল্পীগোষ্ঠী এরপর ভূঞাপুর শিল্পকলা একাডেমি ও টাঙ্গাইল শহরের বাচ্চু ওস্তাদের কাছে গান শেখেন তিনি।

এ্ন্ড্রু কিশোরের গানের প্রতি ছিল তার গভীর টান ও অগাত ভালোবাসা। টিভিতে বিভিন্ন সিনেমা এবং অনুষ্ঠানে এন্ড্রু কিশোরের গান শুনে শুনে অনেক গান মুখস্ত করেন তিনি। গভীর শ্রদ্ধা এবং আনন্দের সাথে সেই গানগুলো গেয়েও বেড়াতেন।

২০০১ সালে পরিচয় হয় এন্ড্রু কিশোরের সাথে। এর পর থেকে নিয়মিত যোগাযোগ রেখে গানের তালীম নেন রবি কিশোর।

বাংলাদেশী একটা টিভি চ্যানেল, এস এ টিভিতে রিয়েলিটি শো  বাংলাদেশী আইডল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিলেন রবি কিশোর। সেখানে বিচারক ছিলেন তারই গুরু এ্ন্ড্রু কিশোর। গুরুর গানের প্রতি রবি কিশোরের ভালোবাসার বহি:প্রকাশ ঘটে গান পরিবেশনের মধ্য দিয়ে। সেই ভালোবাসায় মুগ্ধ হয়ে এন্ড্রু কিশোর তার অটোগ্রাফ সম্বলিত একটি মগ উপহার দেন রবি কিশোরকে।

২০২০ সালের ৬ জুলাই এন্ড্রু কিশোরের মৃত্যুর খবর শুনে পাগলের মতো ছুটে যায় রবি কিশোর। আবেগে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন গুরুর মরদেহের পাশে। ভক্তের এমন ভালোবাসা নাড়া দেয় সবার মনে। গুরুর কফিন বয়ে নিয়ে গুরুকে শেষ বিদায় জানায় রবি কিশোর।

গুরুর সমাধিস্থলে গিয়ে আজও অঝোর নয়নে কান্নায় ভেঙে পড়েন রবি কিশোর। অন্তরে গুরু এন্ড্রু কিশোরকে লালন করে তার গানগুলো গেয়ে বেড়ায় রবি কিশোর।
বর্তমানে চরম অভাব-অনটনের মধ্যে দিন পার করলেও থেমে নেই সঙ্গীত চর্চা। সঙ্গীতটাকেই যেনো জীবনের সঙ্গী করে রবি কিশোরের এই পথচলা।

রূপালী বাংলাদেশকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে রবি কিশোর জানায়, জীবনে শত প্রতিকূলতার মুখোমুখি হওয়ার পরেও তিনি সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছেন। গুরু এন্ড্রু কিশোরের কাছ থেকে পাওয়া শিক্ষা তার জীবনের পাথেয় এবং গুরুর কাছ থেকে পাওয়া শিক্ষা অনুসরন করে সঙ্গীতটাকেই জীবনের সঙ্গী করে নিয়েছেন রবি কিশোর।

আরবি/জেডআর

Shera Lather
Link copied!