আগামীকাল ৮ ফেব্রুয়ারি কেএস এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে প্রচার হবে একক নাটক ‘ব্যথার বাগান’। কিঙ্কর আহসানের গল্পে নাটকটি নির্মাণ করেছেন ইফফাত জাহান মম। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও আইশা খান। একটি বিশেষ চরিত্রে আছেন কিঙ্কর আহসান।
নাটকটি প্রসঙ্গে ‘মুনতাসির’খ্যাত নির্মাতা মম বলেন, ভালোবাসার মাসে ‘ব্যথার বাগান’ ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস ও ত্যাগের গল্প নিয়ে আসছে। জাহিদ নীরব, মাশা ইসলাম ও হাসিবুল নিবিড় গান গেয়েছেন এ নাটকের জন্য। লিখেছেন তারিক তুহিন। নাটকের পাশাপাশি গানও দর্শককে মুগ্ধ করবে।’
জানা গেছে, ব্ল্যাক পেপার ফিল্মসের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছে কে এস ফিল্মস।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন