পাকিস্তান থেকে ছোড়া ড্রোন হামলায় ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুরে একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ মে) রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, হামলায় আহত তিনজন আগুনে দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় একটি হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফিরোজপুরের পুলিশ কর্মকর্তা ভুপিন্দার সিং সিধু জানিয়েছেন, পাকিস্তান থেকে ছোড়া ড্রোনে আগুন ধরে তিনজন আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে একজন গুরুতর দগ্ধ, অন্য দুইজনের অবস্থা স্থিতিশীল।
শুক্রবার রাতেই জম্মু, সামবা ও পাঠানকোট সেক্টরেও একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত হয়। কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে লাল আলো দেখা গেছে। ভারতীয় সেনাবাহিনী বেশিরভাগ ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে।
সীমান্তে উত্তেজনা বৃদ্ধির কারণে ভারতের কিছু এলাকায় সতর্কতামূলকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়েছে, যাতে ড্রোন শনাক্ত ও প্রতিহত করা সহজ হয়।
আপনার মতামত লিখুন :