এবার পাকিস্তান অভিমুখে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধজাহাজ পাঠিয়েছে ভারত। দেশটির পশ্চিমাঞ্চলীয় নৌবাহিনীকে উত্তর আরব সাগরের দিকে স্থানান্তরিত করেছে নয়াদিল্লি।
অর্থাৎ পাকিস্তানের বৃহত্তম সমুদ্রবন্দর করাচিতে আঘাত হানার জন্য এই সমুদ্র অঞ্চল বেশ উপযুক্ত। যুদ্ধজাহাজটি পাকিস্তান উপকূল থেকে প্রায় ৩০০-৪০০ মাইল দূরে অবস্থান করছে।
শুক্রবার (৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, স্ট্রাইক গ্রুপে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং অ্যান্টি-সাবমেরিন, আংশিক রুশ প্রযুক্তিতে তৈরি ৩০০ কেজি ওজনের ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটি ৫০০ মাইল দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন যে, করাচিতে আঘাত হানা পাকিস্তানের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। কারণ এই বন্দরের মাধ্যরে দেশটির ৬০ শতাংশ বাণিজ্য পরিচালিত হয়।
উত্তর ও পশ্চিমাঞ্চলের ১৫টি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার একদিন পরই নৌবাহিনী মোতায়েন করল ভারত। গতকাল রাতে ভারতীয়-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ১০টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, পাকিস্তানি ড্রোনগুলো অমৃতসর শহরের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
কর্মকর্তারা জানিয়েছে, শুক্রবার জম্মু-কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা ও সাইরেনে বেজে ওঠার পর অন্ধকারে ডুবে যায়।
ভারতীয়-নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক পোস্টে বলেন, ‘এখন আমি যেখানে আছি, সেখানে বিরতিতে ভারী কামান গোলার শব্দ শোনা যাচ্ছে।’
আপনার মতামত লিখুন :