সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের নদীপথ দিয়ে ৬২ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সুন্দরবনের সীমান্তবর্তী মান্দারবাড়ীয়া এলাকার নদীপথে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বন বিভাগ। তবে তারা বাংলাদেশি না ভারতীয় তা সঠিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৬০-৬২ জনকে আটক করা হয়েছে। তাদের মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের জোরপূর্বক সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। তাদের আরও কিছু সঙ্গীকে বিএসএফ বনের ভেতরে ফেলে রেখে গেছে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে। এ বিষয়ে পরে পদক্ষেপ নেওয়া হবে।’
তবে এ ঘটনায় এখনো বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, কোস্টগার্ড কৈখালি স্টেশন বলছে, সুন্দরবন থেকে ৬২ জনকে আটকের বিষয়টি তারা বন বিভাগের মাধ্যমে জানতে পেরেছেন।
 

 
                             
                                    -20250510023138.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন