সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় রঞ্জু আহমেদ (৩৫) নামে ব্যাটারিচালিত এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাটিকুমরুলের ধোপাকান্দি ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জু একই উপজেলার চড়িয়াশিকা দক্ষিণপাড়ার ইয়াসিন আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘চালক রঞ্জু ভ্যানে মাছবোঝাই করে উল্টো পথে মহাসড়ক অতিক্রম করছিলেন। ওই সময় দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। ভ্যানটি দুমড়েমুচড়ে গেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন