ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

নীলাকে ভিডিও কলে ব্যাটিং শেখালেন স্বামী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ১০:৫৭ এএম
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাবজয়ী শাম্মী ইসলাম নীলা। ছবি- সংগৃহীত

২০২৩ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাবজয়ী শাম্মী ইসলাম নীলা এখন শুধু রূপের মঞ্চেই নয়, মাঠেও সমানভাবে আলো ছড়াচ্ছেন। ২০২৪ সালের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১০ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে এই খেতাব অর্জন করেন তিনি। এরপর একই বছরের মার্চে ভারতের মাটিতে আয়োজিত মিস ওয়ার্ল্ড ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশীয় সৌন্দর্য ও ব্যক্তিত্ব তুলে ধরেন আন্তর্জাতিক অঙ্গনে।

তবে এবার তিনি আলোচনায় এসেছেন এক ভিন্ন ভূমিকায়। প্রথমবারের মতো অনুষ্ঠিত সেলিব্রিটি ক্রিকেট লিগের (CCL) চলমান আসরে নীলা অংশ নিচ্ছেন ক্রিকেটার হিসেবে। রুপালি পর্দার তারকাদের ভিড়ে ব্যাট হাতে দেখা যাচ্ছে এই সুন্দরীকেও।

জানা গেছে, খেলার ফাঁকে নিজের ব্যাটিং দক্ষতা আরও ঝালিয়ে নিতে ভিডিও কলে স্বামীর সহযোগিতা নিচ্ছেন নীলা। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিজেই জানান।

সেলিব্রিটি ক্রিকেট লিগ শুধু তারকাদের ক্রীড়া প্রতিদ্বন্দ্বিতার আয়োজন নয়, বরং অংশগ্রহণকারীদের ব্যক্তিগত প্রস্তুতি ও অভিজ্ঞতাও দারুণভাবে দর্শকদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে। নীলার ব্যাটিং উন্নয়নে স্বামীর এই অনলাইন কোচিং যেন তারই এক আকর্ষণীয় দৃষ্টান্ত।

নীলা বলেন, ‘ভিডিও কলে ব্যাটিং শিখেছি স্বামীর কাছ থেকে। সে যেহেতু দেশে নেই, তাই ভিডিও কলে আমাকে শিখিয়েছে কীভাবে ব্যাটিং করতে হয়।’

তার স্বামীর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘একটা পার্টনার কতখানি সহযোগিতাপূর্ণ হলে এটা করতে পারে একবার ভাবুন। দেশে নেই তাও আমাকে সাহায্য করেছে। আর যদি আমার সঙ্গে মাঠে থাকতো, তাহলে আরও বেশি সাপোর্ট করত। আলহামদুলিল্লাহ।’