ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তার বাসা পরিবর্তনের খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ পরিবর্তনের সঙ্গে যোগ হয়েছে এক অপ্রত্যাশিত অতিথির তালিকা, যা নিয়ে ভক্তদের মধ্যে চলছে বেশ আলোচনা।
ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রসিকতা করে জানিয়েছেন, তিনি বসুন্ধরার পুরোনো বাসা থেকে শুধু স্মৃতিই নয়, সঙ্গে করে নিয়ে এসেছেন ‘হাজারখানেক তেলাপোকা’।
পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং তার ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহলের জন্ম দেয়।
পোস্টে ফারিয়া লিখেছেন, ‘ভাবছিলাম জীবনের প্রথম নিজের বাসা থেকে শুধু স্মৃতিই নিয়ে আসছি নতুন বাসায়। গত তিন দিনে আবিষ্কার করলাম, স্মৃতির পাশাপাশি বসুন্ধরা থেকে হাজারখানেক তেলাপোকাও নিয়ে আসছি।’ তার এই মজার পোস্ট দেখে অনেকেই হাসি থামাতে পারেননি।
অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট বক্স ভরে উঠেছে নানা মন্তব্যে। হাসান আহমেদ নামের একজন লিখেছেন, ‘ভাগ্য ভালো সঙ্গে করে ছারপোকা নিয়ে আসেননি।’
আরেকজন কৌতূহল প্রকাশ করে প্রশ্ন করেছেন, ‘তেলাপোকা নিতে গেলেন কেন?’ ফারিয়ার পোস্টটি যে বিনোদনের খোরাক জুগিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। এরপর ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের ওপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয়। নিজের অভিনয় দক্ষতা ও সাবলীল উপস্থাপনা দিয়ে তিনি দ্রুতই দর্শকদের মনে জায়গা করে নেন।
আপনার মতামত লিখুন :