পাকিস্তানের করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে গত ৯ জুলাই উদ্ধার করা হয় পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগর আলির মরদেহ। এবার এই অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে আবারও সামনে এসেছে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ জানিয়েছে, হুমায়রার মৃত্যু হয়েছে নয় মাস আগে। কার্যত, মৃত্যুর এত দীর্ঘ সময় পর মরদেহ উদ্ধারে ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে দেশটির শোবিজ অঙ্গনে।
চিকিৎসকের বরাত দিয়ে করাচি পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহটি ছিল চরম পচনধরা অবস্থায়।
ফোন রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায়, হুমায়রার মোবাইল ফোনটি সর্বশেষ ব্যবহার হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে। সামাজিক মাধ্যমেও সবশেষ একটিভ ছিলেন সে বছরের সেপ্টেম্বর মাসে। শুধু তাই নয়, বিল পরিশোধ না করায় অক্টোবর থেকে তার বাসার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়; সেখানে ছিল না কোনো মোমবাতিও।
পুলিশ জানিয়েছে, তার বাসার ফ্রিজে খাবারগুলোর মেয়াদ ৬ মাস আগেই শেষ হয়। কনটেইনারগুলোতে মরিচা ধরেছিল। পানি সরবরাহও বন্ধ ছিল নলগুলো শুকিয়ে গিয়েছিল বহুদিন ব্যবহারের অভাবে।
স্থানীয়রা বলেন, হুমায়রার ফ্লোর থেকে কেউ কোনো দুর্গন্ধ টের পাননি। প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, তাকে সর্বশেষ দেখা যায় গত বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে।
জানা যায়, লাহোর থেকে করাচিতে আসার পর গত ৭ বছর ধরে একা বসবাস করছিলেন হুমায়রা। খুব প্রয়োজন ছাড়া বাইরে যেতেন না। বর্তমানে তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চালাচ্ছে করাচি পুলিশ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন