ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

শ‍্যামা পূজায় রাজিবুল হাসানের তিনটি শ‍্যামা সংগীত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০২:১৩ পিএম
গীতিকার ও নজরুল গবেষক মোহাম্মদ রাজিবুল হাসান।

শ্যামা পূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে গীতিকার ও নজরুল গবেষক মোহাম্মদ রাজিবুল হাসানের লেখা তিনটি শ্যামা সংগীত। গানগুলো গেয়েছেন দেশের তিনজন স্বনামধন্য ও প্রতিথযশা সংগীতশিল্পী।

তারা হলেন শিমু দে, মাহমুদুল হাসান ও বিজন মিস্ত্রী। গানগুলোতে সুর সংযোজন করেছেন হিমাদ্রি শেখর, রুমী আজনবী ও বিজন মিস্ত্রী।

এ প্রসঙ্গে গীতিকার রাজিবুল হাসান জানিয়েছেন, ইতিমধ্যেই গানগুলোর সংগীতায়োজন ও ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। সংগীতায়োজন করেছেন দেশের দু’জন স্বনামধন্য সংগীত পরিচালক, বিনোদ রায় ও মো. নাসির উদ্দিন।

ভিডিও ধারণ ও এডিটিং মাহফুজ হাসান রাহাত। শিগগিরই গানগুলো মুক্তি হবে মাহমুদুল হাসান ও বিজন মিস্ত্রীর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। শিল্পী, সুরকার ও গীতিকারের প্রত্যাশা গানগুলো শ্রোতামহলে বেশ সাড়া পাবে।