ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

আমি নিজেই তো ছোট মানুষ, শাকিবকে ছোট করতে যাব কেন: জাহিদ হাসান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৫:৩৮ পিএম
শাকিব খানকে নিয়ে মন্তব্য করে সমালোচিত হন জাহিদ হাসান। ছবি - সংগৃহীত

শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে আপত্তি জানিয়ে সম্প্রতি তীব্রভাবে সমালোচিত হন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এবার নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন এই গুণী অভিনেতা। বিষয়টি নিয়ে শাকিব ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানালে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। 

তিনি বলেন, ‘আমি নিজেই তো ছোট মানুষ, শাকিব খানকে ছোট করতে যাব কেন? আমার বক্তব্য হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বুঝাতে পারিনি।’

তিনি স্পষ্ট করেন, তার উদ্দেশ্য কখনোই কাউকে ছোট করা নয়। তার মতে, ‘যে নাম নিজেই অনেক বড়, তার আগে বাড়তি কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন পড়ে না। যেমন টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা—তাদের নামই যথেষ্ট। শাকিব খানও সেই জায়গায় পৌঁছে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমি কাউকে ছোট করতে চাই না, আমি পাগল নাকি! শাকিব তো আমাদের সম্পদ। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তাকে ছোট করে তোলা উচিত না।’ 

শাকিব খানকে নিয়ে নিজের ভালোবাসা জানিয়ে তিনি বলেন, ‘আমি শাকিব ভক্তদের আবেগকে সম্মান করি। তারা যদি বুঝতে পারত, আমি আসলে শাকিবকে আরও বড় করতে চেয়েছিলাম। কেউ কাউকে ছোট করে কখনো বড় হতে পারে না।’

তিনি মনে করেন, শিল্পীদের মধ্যে বিরোধ বা হানাহানি কখনোই ভালো কিছু বয়ে আনে না। তাই নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘শাকিব খান আমাদেরই। নিজেদের মধ্যে এ ধরনের মনোমালিন্য ঠিক না।’

উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ফেরেন জাহিদ হাসান, যেখানে তার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে।