উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশ যখন শোকে স্তব্ধ, তখন সেই বেদনার ঢেউ গিয়ে আঘাত করেছে পরীমণির হৃদয়েও। ছোট ছোট পোড়া শরীরের ছবি ও ভিডিও দেখে মানসিকভাবে এই চিত্রনায়িকা এতটাই ভেঙে পড়েছেন যে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন তিনি। সোমবার রাতেই তাকে ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে ফিরে নিজের শারীরিক ও মানসিক অবস্থা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন এই চিত্রনায়িকা।

মঙ্গলবার নিজের ফেসবুকে আবেগময় এক স্ট্যাটাসে পরীমণি জানান, ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে সেটা এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধড়ফড় করে শুধু। আহা রে, এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ……’
-20250723113337.jpeg)
এর কিছুক্ষণ পর তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমণি। হাতে স্যালাইনের টিউব লাগানো। পাশে বসে আছে তার একমাত্র পুত্র পুণ্য।
ভিডিওটিতে আরও দেখা যায়, বারবার ছেলের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, কখনও তাকে জড়িয়ে ধরছেন পরীমণি, যেন সন্তানকে আঁকড়ে ধরে নিজের ক্ষতবিক্ষত হৃদয়ে সান্ত্বনার প্রলেপ দিচ্ছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘সবসময় কি সব ইমোশন কন্ট্রোল করা যায়! যায় না তো।’
এদিকে দুর্ঘটনার ভয়াবহতায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বাধীনতার পর বিমানবাহিনীর কোনো প্রশিক্ষণ বিমানের এমন করুণ পরিণতি দেখেনি দেশবাসী। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের প্রাণহানিতে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৩১ জনের প্রাণহানি হয়েছে। আহত শতাধিক।

পরীমণির এই ট্রমার অভিজ্ঞতা এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আবেগঘন ভিডিওতে নেটিজেনরাও সংবেদনশীল হয়ে পড়েছেন। অনেকেই মন্তব্য করছেন, ‘বাবাটার জন্য হলেও সুস্থ থাকো পরী, ওর আর কে আছে তুমি ছাড়া।’
এই দুর্ঘটনা শুধু প্রিয়জন হারানোর বেদনা নয়, বরং অনেকের হৃদয়ে জাগিয়ে দিয়েছে পুরোনো ভয়, পুরোনো ক্ষত। সেই ক্ষতই যেন রক্তাক্ত করে দিয়েছে পরীমণির মতো একজন শিল্পীর হৃদয়।
আপনার মতামত লিখুন :