এই প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজ। নিয়মিত জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করছেন তারা। শামীম ও সামান্তা প্রথমবার একসঙ্গে অভিনয় করেন ‘হাউজ হাসবেন্ড’ নাটকে। এরপর আরও বেশ কিছু নাটকে তাদের দেখা গেছে।
সম্প্রতি এই জুটি অভিনয় করেছেন ‘ইন এ রিলেশনশিপ’ নামের একটি একক নাটকে। স্যাড ও রোমান্টিক ঘরানার এই নাটকের মাধ্যমে প্রথমবার পরিচালনায় নাম লিখিয়েছেন প্রযোজক রাকিবুল হাসান তানভীর। লুমিনো পিকচার্স-এর ব্যানারে নির্মিত নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন লেখক সুস্ময় সুমন।
নির্মাতা জানান, নাটকটিতে সমসাময়িক ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং মানসিক দ্বন্দ্ব অত্যন্ত সংবেদনশীলভাবে উপস্থাপন করা হয়েছে।
এ বিষয়ে পরিচালক রাকিবুল হাসান তানভীর দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, “এটা আমার পরিচালনায় প্রথম কাজ। আমি সবসময় প্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও এবার নিজেই ক্যামেরার পেছনে দাঁড়িয়েছি। দর্শকদের জন্য হৃদয়ছোঁয়া একটি গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, নাটকটি প্রচারে এলে সবার ভালো লাগবে।”
অভিনেত্রী সামান্তা পারভেজ বলেন, দারুণ একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এর আগেও আমাদের জুটির নাটক দর্শক পছন্দ করেছেন। আশা করছি, এই নাটকটিও সবার ভালো লাগবে।
জানা গেছে, খুব শিগগিরই ‘ইন এ রিলেশনশিপ’ নাটকটি লুমিনো পিকচার্স-এর অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।