সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দিন ধরে ঘুরে বেড়ানো একটি পোস্টে দাবি করা হয়েছে যে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির দেশের বরেণ্য অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন। তবে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন হাসান মাসুদ নিজেই।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হাসান মাসুদ বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। হানিয়া আমিরকেই আমি চিনি না, তিনি কবে বাংলাদেশে এসেছেন তাও জানি না। কারণ আমি অনেক দিন ধরেই কোথাও কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। বিষয়টি ফেক ও বিব্রতকর।’
ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়েছিল, ‘শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলনমেলা ঘটে। সেখানে বাংলাদেশের ছোট-বড় অনেক তারকাই উপস্থিত ছিলেন, যেমন আরশ খান, মিলন মালহোত্রা, আদনান আদি, মুন্না খান, মৌসুমীর স্বামী ও মহানায়ক রুবেল এবং হাসান মাসুদ। হানিয়া আমির একে একে সবার সঙ্গে হাত মেলান, কিন্তু হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে রাজি হননি শুধু তার গায়ের রঙ কালো হওয়ায়।’
এই দাবিকে ‘মানহানিকর’ উল্লেখ করে হাসান মাসুদ বলেন, ‘এই ধরনের ভুয়া খবর শুধু আমাকে নয়, সামগ্রিকভাবে আমাদের শিল্পী সমাজকেই বিব্রত করে। আমি অনুরোধ করব, যাচাই না করে কেউ যেন এমন বিভ্রান্তিকর তথ্য না ছড়ায়।’
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন